সন্তানকে শিক্ষা দেয়ার মত আদব-কায়দা প্রায় বেশিরভাগ বাবা মার জানা থাকে, কিন্তু এই শিক্ষা দেয়ার সঠিক কৌশল এর অভাবে গুরুত্বপূর্ণ শিক্ষা সন্তানকে দেয়া হয় না, ফলে লজ্জিত হতে হয় বাবা মাকে।
আপনার সন্তানকে সঠিক সময়ে সঠিক শিক্ষা দেয়ার ক্ষেত্রে বিশেষভাবে সহযোগীতা করতে পারবে এই সিরিজের প্রতিটি বই। কারণ একদম বিষয়ভিত্তিক ভাবে গল্পগুলো বই এ সাজানো রয়েছে। গল্পের ছলেও যে হাদীস অনুযায়ী শিক্ষা দেয়া যায় এই বইগুলো না পড়লে বুঝবেন না। তাই প্রথমে আপনাকে বইগুলো পড়ে দেখে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিচ্ছি। লেখকের পাশাপাশি আরবী-ইংরেজি অনুবাদক, আলেম, মুফতী, শিশু শিক্ষা গবেষক এর সমন্বয়ে গঠিত ইলমী টিম এর দীর্ঘদিনের প্রচেষ্টায় বইগুলো ভিন্ন একটি মাত্রা পেয়েছে। হাজারো অভিভাবকের মত আপনিও যে উপকৃত হবেন, এ ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী।
যাতে তারা দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারে। এমনকি ছাপার ক্ষেত্রে ছোটদের স্ট্যান্ডার্ড অনুযায়ী সর্বোত্তম কাগজের মান ও ওজন নিশ্চিত করা হয়েছে, যাতে বইগুলো টেকসই হয়।
বিশেষ আকর্ষণ:
প্রতিটি সেটে রয়েছে আকর্ষণীয় মোটা কাগজের বক্স ও রিবনযুক্ত ব্যাগ, যা বইগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করতে সাহায্য করবে।
সর্বোপরি, প্রতিটি বইতে দেয়া হয়েছে নির্ভুল রেফারেন্স, যা শুধু শিশুদেরই নয়, অভিভাবকদেরও জ্ঞানচর্চার সুযোগ করে দেবে।
বইয়ের পাতাগুলোতে চোখ বুলিয়ে নিন—ইবুকের কিছু পৃষ্ঠা এই পেজেই দেয়া আছে। আপনার বুদ্ধিমত্তা অনুযায়ী সিদ্ধান্ত নিন। যদি মনে করেন, এই সিরিজের বইগুলো আপনার সন্তানের উন্নতিতে সহায়ক হবে, তবেই অর্ডার করুন।
এই সিরিজগুলো প্রস্তুত করা হয়েছে বছরের পর বছর গবেষণা করে, রচনার মূল ভিত্তি রাখা হয়েছে ইসলাম। এর পরই গুরুত্ব দেয়া হয়েছে ছোটদের মানসিকতা, উপযোগীতা ও বাংলাভাষার সহজ ব্যবহার।
ডিজাইন এর ক্ষেত্রে ছোটদের মানসিকতাকে আদর্শ বিবেচনা করা হয়েছে, যার কারণে দীর্ঘ সময় এই বইগুলোতে অনায়াসে মনোযোগী হতে পারবে।
ছাপার ক্ষেত্রে ছোটদের স্ট্যান্ডার্ড অনুযায়ী কাগজের মান ও ওজন নির্ধারণ করা হয়েছে, যেন দীর্ঘমেয়াদী কোন জটিলতায় না পড়তে হয়।
বইগুলো পড়ে সুন্দরভাবে সংরক্ষণ করার জন্য দেয়া হয়েছে আকর্ষণীয় মোটা কাগজের বক্স ও রিবনযুক্ত ব্যাগ।
সর্বোপরি এই বইগুলোতে নির্ভুল রেফারেন্স দেয়ার মাধ্যমে ছোটদের পাশাপাশি অভিভাবকদের জ্ঞানচর্চার সুযোগ করে দেয়া হয়েছে।
উপরের বিষয়গুলো বই এর ভিতরের পাতাগুলো দেখলেই আশা করি বুঝতে পারবেন, দেখার জন্য এই পেজেই কিছু পৃষ্ঠা নিয়ে ইবুক নিচে দেয়া হয়েছে। সকল বিষয় দেখে, আপনার বুদ্ধিমত্তা অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা আন্তরিক আহবান জানাচ্ছি, যদি মনে করেন এই সিরিজ এর বইগুলো আপনার সোনামনিকে উন্নত করতে পারবে, তবেই অর্ডার করবেন। ইতিমধ্যে ছোটদের এই সিরিজ টি ১ লক্ষ সেট এর অধিক বিক্রি হয়েছে। প্রায় সকল বাবা মা সন্তুষ্টির কথা আমাদের জানিয়েছেন, যা আমাদের পেজের রিভিউ সেকশন ও পোস্টের কমেন্টস এ দেখতে পারবেন